
পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে স্মরণকালের ইতিহাসে নেমে আসা প্রাকৃতিক দুর্যোগে বন্যায় প্লাবিত, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার বেশ কয়েকটি উপজেলা। লাখ লাখ মানুষ পানিবন্ধি। দূর্ভোগ পোহাতে হচ্ছে ঐসব এলাকার মানুষের। গত দুই দিন যাবৎ বৃষ্টি কম হলেও পানি প্রতিমুহূর্তে বৃদ্ধি পাচ্ছে।
নেত্রকোণা পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের ধারিয়া বিলপাড়, চল্লিশা কান্দা ডহ আরো কয়েকটি গ্রাম বন্যা কবলিত হয়েছে। খবর পেয়ে এলাকা পরিদর্শন করতে যান স্থানীয় প্যানেল মেয়র -২ শেখ মোঃ হেলাল উদ্দিন হেলাল। শত শত ঘরবাড়ি বন্যা কবলিত হয়েছে, কারও উঠোনে, কারও মেঝে তলিয়ে গেছে, তলিয়ে গেছে স্থানীয় রাস্তাঘাট। রাস্তা প্রায় ২/৩ ফুট পানির নিচে। স্থানীয় সূত্রে জানা যায়, বন্যা কবলিত মানুষের সহায়তার ব্যবস্থা করা অত্যন্ত জরুরী।