বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নগরের আকবর শাহ থানার ১নং ঝিল ও বিজয়নগর পাহাড়ধসের স্থান পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

 জাতীয় মানবাধিকার সংস্থা ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় শাখার নেতৃবৃন্দ আজ ২০ জুন সকাল ১১টায় নগরীর আকবর শাহ থানার ১নং ঝিল ও বিজয়নগরের পাহাড়ধসের স্থান পরিদর্শন করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ পাহাড়ধসে নিহত চারজনের শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করে গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দরা পাহাড়ের পাদদেশের ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন-পরবর্তী পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারের সাথেও আলাপ করেন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন।

সংগঠনের উপদেষ্টা, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদপ্রাপ্ত গুণীজন নাগরিক সংবর্ধনা কমিটি-চট্টগ্রামের সদস্য সচিব ও সংগঠনের বিভাগীয় সভাপতি মো. হাসান মুরাদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাসুদ রানা, ৪১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মাইনুল ইসলাম, সংগঠনের সদস্য মো. গোলাম মোস্তফা, সংগঠক মো. সাইফুল বারী, মো. শাহেদ, মো. ফারুক, মো. আমজাদ হোসেন, মো. রুবেল, মো. মিনহাজুর রহমান, মো. আলা উদ্দিন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করা মারাত্মক হুমকিস্বরূপ। প্রতি বছর পাহাড়ধসে মৃত্যুরোধে সরকারি পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করা হলেও পাহাড়ধসে মৃত্যু থামানো যাচ্ছে না। নেতৃবৃন্দরা পাহাড়ধস রোধে সরকারকে কার্যকরী পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype