
রাউজান উপজেলার আবুরখীল সমমনা ফাউন্ডেশন এর সূচনা, বৃত্তি প্রদান, স্মৃতিচারণ ও সম্মাননা গত ৩ জুন ২০২২, শুক্রবার দুপুর ২.৩০ টায় আবুরখীল কেন্দ্রিয় বিহার হলে সংগঠনের সভাপতি সাধন চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে সূচনা, শিক্ষাবৃত্তি প্রদান, স্মৃতিচারণ গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেস্টা অধ্যক্ষ ডঃ প্রণব কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব প্রফেসর ডঃ বিকিরণ প্রসাদ বড়ুয়া রাস্ট্রের ২য় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা “একুশে পদক” প্রাপ্তিতে ও সাংগঠনিক কর্মকান্ডে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া, অতি সম্প্রতি চিকিৎসা শাস্ত্রে পি.এইচ.ডি. ডিগ্রী লাভে স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব প্রফেসর ডাঃ উত্তম কুমার বড়ুয়াকে, ব্যাংকিং সেক্টরের সফল ব্যাংকার দি সিটি ব্যাংক লি: এর সিনিয়র এসিসটেন্ট ভাইস-প্রেসিডেন্ট (অব:) রাহুল কান্তি বড়ুয়া ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্হার কাউন্সিলর সাজিব বড়ুয়া টুটুলকে উত্তরীয় ও ক্রেস্ট উপহার দিয়ে বিশেষভাবে সম্মানিত করা হয়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুপায়ন বড়ুয়া কাজলের সঞ্চালনায় স্বাগত জানিয়ে ফাউন্ডেশনের আদর্শ ও উর্দ্দেশ্য নিয়ে প্রারম্ভিক বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অঞ্চল কুমার তালুকদার ও স্হপতি বিশ্বজিত বড়ুয়া। সভায় ফাউন্ডেশনের আজীবন সদস্য ও পৃষ্টপোষকদের উত্তরীয় ও সম্মাননা প্রদান করা হয়।
আবুরখীল অমিতাভ হাই স্কুলের বিভিন্ন ক্লাশের মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রায় এক লক্ষ টাকার শিক্ষাবৃত্তিও প্রদান করা হয়। আবুরখীল গ্রামের কৃতি মা-বাবাদের স্বরণে তাঁদের সন্তানদের অর্থায়নে এসব শিক্ষাবৃত্তি প্রবর্তন করা হয়। আনুস্ঠানিকভাবে ২০১৮ সালে এ’সমমনা ফাউন্ডেশন আবুরখীল এর আনুষ্ঠানিক কার্য্যক্রম শুরু হলেও করোনা মহামারীর কারণে এযাবত কোন অনুষ্ঠান করা যায়নি।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে শিল্পী সপ্তর্ষী বড়ুয়া ও মঙ্গলাচরণ করেন অজন্তা বিহারের আবাসিক শ্রমণ। সভায় সম্বর্ধিত অতিথিবৃন্দ তাঁদের প্রত্যেকের বক্তব্যে সমমনা ফাউন্ডেশন আবুরখীল এর নবতর প্রয়াসের ভূয়শী প্রসংশা করতঃ আবুরখীলের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহবান জানানো হয়।