সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আওয়ামীলীগের জাতীয় সম্মেলন হবে ডিসেম্বরে

প্রধানমন্ত্রী শেখ হাসিনি বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে । আজ বুধবার বিকালে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এই কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সততা ছিল বলেই চ্যালেঞ্জ নিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করতে পেরেছি।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, ১৫ আগস্টের শহীদ ও প্রয়াত উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এসময় তাদের সবার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়ে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আমরা সেটা ভুলে যাই না। প্রতিবার বাজেট ঘোষণার সময় সেই ইশতেহার হাতে নিয়ে কতটুকু অর্জন করতে পারলাম, কতটুকু আমাদের সামনে করতে হবে সেগুলো বিবেচনা করে সেভাবেই বাজেট করি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype