শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

 খাগড়াছড়ি রামগড়ে সারাদেশেরন্যায় ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান-এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০মে) সকাল সাড়ে ১০টায় পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে এ সভা অনুষ্ঠিত হয়। রামগড় উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত।

বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরে প্রধানগণ, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হক সভায় বলেন, আগামী ১২ জুন থেতে ১৫ জুন পর্যন্ত চার দিনব্যাপী এ বছর রামগড় উপজেলায় ৮১ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ২২শত ২৬ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ বয়সী ১১ হাজার ২৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype