
খাগড়াছড়ি রামগড়ে সারাদেশেরন্যায় ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান-এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০মে) সকাল সাড়ে ১০টায় পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে এ সভা অনুষ্ঠিত হয়। রামগড় উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত।
বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরে প্রধানগণ, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হক সভায় বলেন, আগামী ১২ জুন থেতে ১৫ জুন পর্যন্ত চার দিনব্যাপী এ বছর রামগড় উপজেলায় ৮১ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ২২শত ২৬ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ বয়সী ১১ হাজার ২৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।