
ফটিকছড়ি পাইন্দং গ্রামের হাইদচকিয়া বলরাম যুব কল্যাণ সংঘের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠিত হয়। প্রধান উপদেষ্ঠা স্বপন রাহার সভাপতিত্বে দ্বি-বার্ষিক কার্যকরী কমিটির সদসবৃন্দ। সভাপতি অশোক দে, সহ-সভাপতি প্রিয় লাল দে, নিন্টু সূত্র ধর, সঞ্জয় রাহা, সাধারণ সম্পাদক উজ্জল দে, সহ-সাধারণ সম্পাদক রাজীব রাহা, সজীব দে, অর্থ সম্পাদক রতন দাশ, সহ-অর্থ সম্পাদক রাজু শীল, সাংগঠনিক সম্পাদক টিপলু পাল, সহ-সাংগঠনিক সম্পাদক মিন্টু সূত্র ধর, সমাজকল্যাণ সম্পাদক নেপাল দাশ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক আদেশ শীল, সহ-সমাজকল্যাণ সম্পাদক বিকাশ শীল টুন্টু, ধর্মীয় সম্পাদক শিলীপ দে, সহ-ধর্মীয় সম্পাদক অর্জুন শীল, প্রচার সম্পাদক সমর দে, সহ-প্রচার সম্পাদক নয়ন দাশ, কার্যকরী সদস্য দিপক চৌধুরী, আদেশ শীল
বাবু, সুমন দে, রাখাল শীল, মিলন দাশ, উপদেষ্টা প্রধান উপদেষ্টা স্বপন রাহা,উপদেষ্টা তপন রাহা, সুশীল দে, ধনা শীল, স্বপন শীল, পরিমল সূত্র ধর, মিল শীল, প্রদীপ চৌধুরী, বাদল শীল, দুলাল শীল, অমল শীল সহ ৩৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।