রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চসিক মেয়র ব্যক্তিগত সফরে মালয়েশিয়া যাচ্ছেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী ১৫ দিনের ব্যক্তিগত সফরে মালয়েশিয়া যাচ্ছেন। ১০ মে (মঙ্গলবার) সড়কপথে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যান তিনি। সেখান থেকে বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

চট্টগ্রামে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

এতে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ব্যক্তিগত সফরে সকালে চট্টগ্রাম থেকে সড়কপথে ঢাকায় উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রার আগে মেয়রকে বিদায় জানান চসিকের ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, আবদুস সালাম মাসুম, এসরারুল হক, সংরক্ষিত কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়র রেজাউল করিম চৌধুরী মালয়েশিয়া সফর শেষে আগামী ২৪ মে দেশে ফিরবেন।

এদিকে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর মালয়েশিয়ায় অবস্থানকালে বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মো. গিয়াস উদ্দিন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার দুপুরে মো. গিয়াস উদ্দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করে কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নগর উন্নয়ন ও নাগরিক সেবায় সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। নাগরিক সেবা যাতে বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype