শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

হাফেজ মাওলানা আবুল কাশেমের চাহরাম শরীফ অনুষ্ঠিত

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী (ক.)’র একনিষ্ঠ খাদেম, মওলা হুজুর মাইজ ভান্ডারী (ম.)’র দয়াধন্য ব্যক্তিত্ব, ফেদায়ে মাইজ ভান্ডারী, কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্য, ফটিকছড়ি উপজেলা সাংগঠনিক সমন্বয়কারী ও আশেকানে গাউসিয়া হক ভান্ডারী বিবিরহাট শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, হাফেজ মাওলানা আবুল কাশেম (রহ.)-এর চাহরাম শরীফ হুজুরের মাজার জিয়ারতে যান মাইজ ভান্ডারী দরবার শরিফ, গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী (ক.) ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি আওলাদে গাউসুল আযম মাইজ ভান্ডারী
হযরত সাহেব কেবলা, রাহবারে আলম হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী (ম.)। হাফেজ মাওলানা আবুল কাশেম (রহ.) সোমবার বিকাল ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।

ঐদিন তাঁর জানাজায় তশরিফ নেন মওলা হুজুর রাহবারে আলম আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.)। উক্ত জানাজায় আরো উপাস্থিত ছিলেন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী, কেন্দ্রীয় পর্ষদের সদস্য, ফটিকছড়ি উপজেলাসহ বিভিন্ন উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী, মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, প্রতিনিধি, এলাকার শুভকাঙ্ক্ষী ও সর্বস্তরের জনসাধারণ ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype