শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে সমম্বয় সভা

 রামগড়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৮ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন এর সহযোগিতায় ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির সঞ্চালনায় সমম্বয় সভায় উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান, পৌর মেয়র রফিকুল আলম, ওসি(তদন্ত) রাজীব চন্দ্র কর, ১ ও ২ নং ইউপি চেয়ারম্যান শাহ্ আলম মজুমদার- মোঃ কাজী আলমগীর, সদ্য বিদায়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ, উপজেলা শিক্ষা অফিসার ইলিয়াছ।

এতে আরো উপস্থিত ছিলেন, রামগড় পৌর সভার কাউন্সিলর, ১ ও ২নং ইউপির জনপ্রতিনিধি সহ সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা প্রমূখ। বক্তাগন বলেন,স্মার্ট জাতীয় পরিচয় পত্র কার্ডটি নাগরিকরা পেলে, তিন স্তরের ২৫টি নিরাপত্তা বৈশিষ্ট্যের এই স্মার্ট কার্ড পরিচিতির গুরুত্বপূর্ণ পরিচয় বহন করবে৷ অর্থাৎ নাগরিকরা নানা ধরনের কাজে এই স্মার্ট কার্ড ব্যবহার করতে পারবেন৷ যেমন- ড্রাইভিং লাইসেন্স, টিআইএন, পাসপোর্ট, চাকরির বিভিন্ন আবেদন, স্থাবর সম্পত্তি কেনাবেচা, বিয়ে রেজিস্ট্রেশন, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ও ব্যাংক ঋণ, শেয়ার-বিও অ্যাকাউন্ট, সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন, সরকারি কর্মচারীদের বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিমানবন্দরে আগমন ও বহির্গমন, বিমা স্কিম, গ্যাস-বিদ্যুৎ সংযোগ, বিভিন্ন ধরনের ই-টিকিটিং, মোবাইল সংযোগ, হেল্থকার্ড, ই-ক্যাশসহ আরো অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজে প্রয়োগ করা যাবে৷

কথা, নাগরিকদের শনাক্তকরণের লক্ষে এই স্মার্ট কার্ডটি বিশেষ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। উল্লেখ্য- রামগড় উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্রটি এপ্রিল মাসের ১১ থেকে ১৪ তারিখ ২নং পাতাছড়া ইউপিতে, ১৬ থেকে ১৯ তারিখ ১নং সদর ইউপিতে, ২১ থেকে ২৯ তারিখে রামগড় পৌরসভায় সর্বমোট- ৩৫ হাজার ছয়শত ৮৬টি স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype