
রামগড় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন-এর উদ্যোগে ২৭ এপ্রিল, ২০২২ইং, ২৫ রমজান ১৪৩৩ হিজরি রোজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার মাহফিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, পৌর মেয়র রফিকুল আলম কামাল, অফিসার ইনচার্জ মো. সামসুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,জেলা আ’লীগের উপদেষ্টা একেএম আলীম উল্যাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, ১নং সদর ও ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার ও কাজী নুরুল আলম আলমগীর। আরও উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারি পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, রাজনৈতিক, সাংস্কৃতিক, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।