
চট্টগ্রাম আইন কলেজ এল এল বি ২০১৮-২০১৯ সেশনের পক্ষ হতে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্টিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলেজের অধ্যাপক ও চট্টগ্রাম জর্জ কোর্টের সাবমিশনার এডভোকেট তৈয়ব আলি ইব্রাহিম ।ব্যাচের সকল সহপাটিদের উপস্থিত হয়ে আয়োজনকে সফল ও স্বার্থক করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
উপস্থিত ছিলেন অত্র ব্যাচের আব্দুর শুক্কুর রুবেল, মোহাম্মদ মিনহাজ উদ্দীন, সাবিহা সুলতানা রক্সি, মনিরুল ইসলাম, নিজাম উদ্দিন, হাবিবা সুলতানা, রেশমা হামিদ,ফারহানা আকতার,মিতু আকতার, ইরান,নাহিদা আকতার, রোকসানা কবির, ঝুলি আকতার, নাজমুন সুলতানা,লায়ন শামিমা শারমিন জেসি, লাবন্য পুতুল, রোমেল শীল, সুমি চৌধুরী, নাজমুন আকতার,তুহিন হোসাইন, লিটন দে, আকতার হোসেন, মোশাররফ হুসাইন রনি সহ প্রমুখ।