সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগর শাখা গঠিত হাসান আহ্বায়ক, জিয়া সদস্য সচিব

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শে নিবেদিত সংগঠন বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগর কমিটি গঠন উপলক্ষে এক সভা ২১ মার্চ বিকাল ৪টায় ঢাকাস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব ফেরদৌস স্বাধীন মুকুল। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ফারুক-উজ-জামান ভূঁইয়া টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ মন্ডল রানা, মো. হাসান মুরাদ, স ম জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, নারীনেত্রী নূরজাহান আকতার নূরা, মোহাম্মদ ফারুক, মো. মাসুদ রানা, হানিফুল ইসলাম চৌধুরী, শিউলি আকতার।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। তাঁর নেতৃত্বেই বাংলাদেশে স্বাধীনতা। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে আদর্শিকভাবে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে বঙ্গবন্ধু প্রজন্মলীগ আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ভূমিকা রাখবে।
সভায় কেন্দ্রীয় পরিষদের সিদ্ধান্ত মোতাবেক বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগর শাখায় মো. হাসান মুরাদকে আহ্বায়ক ও স ম জিয়াউর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন শেখ নজরুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ ইউসুফ, নূরজাহান আকতার নূরা, প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, মো. জসিম উদ্দিন, আবুল হাশেম, মৌসুমী চৌধুরী, আবদুল্লাহ জাহেদ ইপন, রুবেল আহমেদ, মো. কালিম শেখ, মো. মাসুদ রানা, ইমরান হোসেন রাসেল, শিউলি আকতার, সেলিনা আকতার, মো. হেলাল উদ্দিন মিয়া, দেবাশীষ দাশ রাজা, এস এম লিয়াকত হোসেন, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, বায়েজিদ ফরায়েজি।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype