
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। সকালে তার দ্বিতীয় জানাজায় অংশ নেন প্রধান বিচারপতিসহ সহকর্মী শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। এসময় প্রধান বিচারপতি বলেন, ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে বেঁচে থাকবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ। বিশিষ্টজনেরা তার আত্মার মাগফেরাত কামনাসহ কর্মজীবনের নানা দিক তুলে ধরেন।
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদের দীর্ঘ দিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট। তাই মৃত্যুর পরেও তাকে নেয়া হয় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে।
জাতীয় ঈদগায় দ্বিতীয় জানাজায় অংশ নিতে ছুটে আসেন প্রধান বিচারপতি, আইন অঙ্গনের সহকর্মী শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মিরা।
জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষ থেকে মরহুমের কফিনে জানানো হয় ফুলেল শ্রদ্ধা।
শ্রদ্ধা জানান প্রধান বিচারপতিসহ সাবেক প্রধান বিচারপতিরা, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিরা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানায়।
বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন প্রধান বিচারপতি; সাবেক প্রধান বিচারপতিকে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র হিসেবে অভিহিত করেন তিনি। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। এখন থেকে ৫০ বছর, ১০০ বছর পরেও বিচারপ্রার্থী জনগণ তার রায়ের বেনিফিট (সুফল) পাবেন।
আজ সকালে জাতীয় ঈদগাহ ময়দানে সাহাবুদ্দীন আহমদের জানাজা শুরুর আগে প্রধান বিচারপতি এসব কথা বলেন তিনি।
আর রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা বলেন, সৎ ও নিরপেক্ষ মানুষের মূর্ত প্রতীক হিসেবে শাহাবুদ্দিন আহমেদ সবার মাঝে থাকবেন।
বাবার আত্মার মাগফেরাত এর জন্য সকলের কাছে দোয়া চান তার ছেলে।
জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতির মরদেহ জাতীয় ঈদগাহ থেকে নিয়ে আসা হয় বনানী কবরস্থানে।
সেখানেই চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের বিচারাঙ্গনের সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ ।