
চট্টগ্রামের রাউজানে বৌদ্ধদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠিত ‘দি বুড্ডিষ্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃবিসিসিইউএল এর সম্মানিত সকল সদস্যকে জানানো যাচ্ছে যে, আগামী ১৮ মার্চ (শুক্রবার)-২০২২ খ্রী:, সকাল ৯: ০০ ঘটিকায় ‘ দি বুড্ডিষ্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ’ বিসিসিইউএল এর ২৩ তম বার্ষিক সাধারণ সভা ররাউজান উপজেলাধীন কদলপুর সুধর্মানন্দ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় নিজ নিজ পাশ বইসহ যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। রেজিষ্ট্রেশন কার্যক্রম সকাল ৮:০০ ঘটিকা হতে চলবে। উল্লেখিত দিনে ও তারিখে সকাল ৮:০০ ঘটিকা হতে ১০:০০ ঘটিকার মধ্যে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করতঃ উপস্থিত কূপন সংগ্রহ করে ২৩ তম বার্ষিক সাধারণ সভা কে সুন্দরভাবে সম্পাদন করতে সম্মানিত সকল সদস্যকে বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।
২৩ তম বার্ষিক সাধারণ সভা ও ২৫ বছর পুর্তিতে সকলের প্রতি সমবায়ী শুভেচ্ছাসহ ১৮ মার্চ ২০২২ তারিখ দিন ব্যাপী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।