শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজানের নোয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

মেয়ের জন্মনিবন্ধন করতে শহর থেকে নিজ গ্রামে আসার পথে সড়ক দুর্ঘটনায়  প্রকৌশলী নিহত হয়েছেন   চট্টগ্রামের রাউজান উপজেলায় নোয়াপাড়া ইউনিয়ন কমলার দিঘি ইউনুস সিএনসি ফিলিং স্টেশনের সামনে ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টার সময় লেগুনা সি এন জি অটোরিক্সা সংঘর্ষে ঘটনাস্থলে পাপন বড়ুয়া (৪০) নামের এক প্রকৌশলী মারা যান।এ ঘটনায় আহত হয়েছেন দুই পরিবহনের আরও ৪ জন যাত্রী।\

নিহত পাপন বড়ুয়া শিল্প প্রতিষ্ঠান পিএইসপি ফ্যামিলির রুলার মিলের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।তিনি রাউজান বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের ৬ নং ওয়ার্ডের সংঘবোধি বড়ুয়ার ছেলে। নিহতের শাশুড় দিপক বড়ুয়া জানান নিহত পাপন অটোরিকশা করে মেয়ের জন্মনিবন্ধন করার জন্যে চট্টগ্রাম নগরী থেকে রাউজানের নিজ গ্রামে যাচ্ছিলেন। কিন্তু আসার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান তিনি।

এ ঘটনায় আহতরা হলেন অটোরিকশাচালক মুহাম্মদ লেদু হাসান (৫০), অটোরিকশার যাত্রী মুহাম্মদ জয়নাল (৪০), লেগুনার যাত্রী জাহানারা খাতুন (৬৫)। তবে গুরুতর আহত আরেকজন যাত্রীর নাম পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানায়।চট্টগ্রাম নগর থেকে যাত্রীবাহী একটি লেগুনা ও আরেকটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে দুটি গাড়ির সংঘর্ষ হয়।এতে হতাহতের এ ঘটনা ঘটে।রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন ঘটনাস্থলেই একজন প্রকৌশলী নিহত হয়েছেন। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে।এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। তাদের পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানান

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype