
এতিম শিক্ষার্থী”দের মাঝে ইউনেস্কো ক্লাবের শীতবস্ত্র বিতরণ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো(UNESCO) এর ন্যাশনাল এসোসিয়েশন অব ইউনেস্কো ক্লাবস্ ইন বাংলাদেশ অনুমোদিত “UNESCO CLUB” *চট্টগ্রাম মহানগর* শাখার উদ্যোগে ৮”ফেব্রুয়ারি-২০২২ইং রোজ-মঙ্গলবার চট্টগ্রাম জেল রোড়স্থ **গাউসিয়া তৈয়্যবীয়া হেফজখানা ও এতিমখানা**র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উক্ত এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে সংগঠনের সকল সম্মানিত সম্পাদক এবং সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা করা হয়েছে ।