
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো(UNESCO) এর ন্যাশনাল এসোসিয়েশন অব ইউনেস্কো ক্লাবস্ ইন বাংলাদেশ এর অনুমোদিত *ইউনেস্কো ক্লাব* চট্টগ্রাম মহানগর এর কাযর্করী কমিটির সভা সংগঠনের সভাপতি শেখ নজরুল ইসলাম মাহমুদ্ এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক এম,এ,নেওয়াজ এর পরিচালনায় ২৬”জানুয়ারী (বুধবার) বিকেল ৫”টায় চট্টগ্রাম একাডেমীস্থ ফয়েজ-নুরনাহার মিলনায়তন হলে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি: আনোয়ারুল ইসলাম বাপ্পি, সহ-সভাপতি: আন্জুমান আরা বেগম, সহ-সভাপতি: এস,এস মুন্না শাহ্, যুগ্ন-সাধারন সম্পাদক: স,ম,জিয়াউর রহমান, সহ-সম্পাদক: মো: বেলাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক: ওয়াসিম উদ্দিন, অর্থ সম্পাদক: দূর্জয় দেব নাথ, সমাজকল্যাণ সম্পাদক: মো: জসিম উদ্দিন, প্রচার সম্পাদক: ললিত চৌধুরী, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক: ডাক্তার জোনাকি দেবী, সাংস্কৃতিক সম্পাদক: এডভোকেট জুলিয়েট জোন টসকানো, প্রকাশনা সম্পাদক: জয়া চৌধুরী, দপ্তর সম্পাদক: ইন্জিনিয়ার মো: এমরান সহ সংগঠনের নেতৃবৃন্দ ।
সভায় সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের ১৮”তারিখ সংগঠনের অভিষেক অনুষ্ঠান এবং ২১”ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন অনুষ্ঠান”কে সামনে রেখে ৯”সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন এবং অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ এর সিদ্ধান্ত গৃহীত হয় ।