বৃহস্পতিবার-১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজান প্রেসক্লাবে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীত উপলক্ষ্যে আলোচনা সভা

যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছেন কলম সৈনিকদের একমাত্র সংগঠন রাউজান প্রেসক্লাব। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করেন রাউজান প্রেসক্লাব।

পরে প্রেসক্লাব কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম রমজান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, বিশেষ অতিথি ছিলেন রাউজান টাইমস ও প্রিয় কাগজ পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক জিয়াউর রহমান, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ। বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমীর হামজা,নির্বাহী সদস্য আরফাত হোসাইন, শাহাদাত হোসন সাজ্জাদ,মোহাম্মদ আলাউদ্দিন, লোকমান আনসারী, ফটো সাংবাদিক মোহাম্মদ রায়হান প্রমূখ। বক্তারা মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগে কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করলেও স্বাধীনতার মাত্র তিন বছরে বঙ্গবন্ধু সহ স্বপরিবারকে হত্যা ছিল কলংক জনক। এ হত্যাকান্ড ছিল ইতিহাসের জঘন্যতম গণহত্যা। বক্তারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সফলতা কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype