বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবস পালন

বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনায় বক্তারা দেশে দেশে মানবাধিকার লঙ্ঘিত হলেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্ববাসীর কাছে রোল মডেল পৃথিবীর প্রতিটি দেশে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হচ্ছে। মানবাধিকার দিবস সারাবিশ্বে পালিত হলেও বিভিন্ন দেশে মানবাধিকার পরিস্থিতি চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আজ বিশ্ববাসীর কাছে রোল মডেল হিসেবে অনুসরণীয়। সাড়ে ১২ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীকে বর্তমান সরকারপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় দিয়ে বিশ্বনেতাদের কাছে এক অনুসরণীয় ও নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। জাতীয় মানবাধিকার সংগঠন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে গতকাল ১০ ডিসেম্বর বিকেল চারটায় নগরীর মোমিন রোডস্থ সুপ্রভাত স্টুডিও হলে বিশ্ব মানবাধিকার দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

সংগঠনের বিভাগীয় সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার নেতা মো. হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট ও গবেষক মো. খোরশেদ আলম। প্রধান আলোচক ছিলেন সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট কলামিস্ট ড. মাসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, ৪১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মাঈনুল ইসলাম মাঈনুল, দৈনিক প্রভাত চট্টগ্রাম ব্যুরো প্রধান স ম জিয়াউর রহমান, সাপ্তাহিক ইস্টার্ণ ট্রেড সম্পাদক ও প্রকাশক শেখ নজরুল ইসলাম মাহমুদ, ওয়াজিদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও আমদানিকারক মো. আবুল কাশেম, উত্তর কাট্টলী শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক মৌসুমী চৌধুরী। সভায় বক্তারা আরো বলেন, সরকারের একার পক্ষে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কাজ করা সম্ভব নয়

। সকল নাগরিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে ও মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে এলে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আজ বিশ্ববাসীর কাছে যে অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে আছে, তার ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দৈনিক প্রভাত চবি প্রতিনিধি তানজিনা আকতার ও মানবাধিকার কর্মী জান্নাতুল ফেরদৌস জোনাকির যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক সাথী কামাল, বিভাগীয় শাখার সহ-সভাপতি হাজী মো. ইউনুস মিয়া, এম এ হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, অধ্যাপক সুমন দত্ত, প্রচার সম্পাদক মোহাম্মদ আইয়ুব, উপ-প্রচার সম্পাদক কেপায়েত উল্লাহ আরকান, চট্টগ্রাম জেলার সভাপতি মো. নুরুল হক, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ইমরান হোসেন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক শিবু শীল, অর্থ সম্পাদক চন্দ্র রাজ আচার্য, দপ্তর সম্পাদক আবদুল বাছির নাঈম, সাংস্কৃতিক সম্পাদক আউয়াল খান, নারী ও পুরুষ বিষয়ক সম্পাদক সীমা খান, পরিবেশ বিষয়ক সম্পাদক রাব্বী, প্রচার সম্পাদক শামীম উদ্দিন, সদস্য মাঈনুল ইসলাম, মোহাম্মদ রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিম উদ্দিন, নারীনেত্রী জেসমিন আকতার, আনজুমান আরা, নিলু আকতার, ডেইজি আকতার, এড. কার্ত্তিক নাথ, শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী, শিউলী আকতার, শতরূপা তালুকদার, মৌ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে করোনাকালে মানুষের কল্যাণে ও সেবায় কাজ করায় সংগঠনের বিভাগীয়, জেলা ও মহানগর শাখার ৭ জন মানবাধিকার কর্মীকে মানবাধিকার দিবস সম্মাননা প্রদান করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype