
রাউজান প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাউজান প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। যুগ্ম সাধারণ সম্পাদক এম রমজান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, সাংগঠনিক সম্পাদক এম. কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, দপ্তার সম্পাদক আমীর হামজা, সদস্য জিয়াউর রহমান, শাহাদাত হোসেন সাজ্জাদ, লোকমান আনসারী।
বর্তমান সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের সাংগঠনিক কর্মকান্ড দীর্ঘদিন অনুপস্থিত হওয়ায় সর্বসম্মতিক্রমে দৈনিক ভোরের কাগজ পত্রিকার রাউজান প্রতিনিধি এম রমজান আলীকে রাউজান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। প্রেসক্লাবের সকল সাংগঠনিক কর্মকান্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।