
নেতাজী ও বঙ্গবন্ধু অনুপ্রেরণা চট্টগ্রাম বিপ্লব ও আমাদের দায় শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন তরুন প্রজম্মকে নেতাজী ও বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে ধারন করতে হলে সত্যিকার দেশপ্রেমিক হতে হবে ।

গত ৮ ডিসেম্বর ২০২১ বধবার বিকাল পাঁচটায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়নে নেতাজী ও বঙ্গবন্ধু অনুপ্রেরণাঃ চট্টগ্রাম বিপ্লব ও আমাদের দায় ” শীর্ষক সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম ।
নেতাজী ও বঙ্গবন্ধু জনচেতনা যাত্রা বাস্তবায়ন কমিটি বাংলাদেশের আহবায়ক প্রফেসর ডাক্তার উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে সুচনা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ও ভারত সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নেতাজীর জম্মোৎসব হাই লেভেল কমিটির অন্যতম সদস্য গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা গবেষনা কেন্দ্র ট্রাস্ট এর চেয়ারম্যান ডাক্তার মাহফুজুর রহমান , চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যাক্ষ প্রফেসর রিতা দত্ত চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ চৌধুরী ফরিদ ।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন নেতাজী ও বঙ্গবন্ধু জনচেতনা যাত্রা বাস্তবায়ন কমিটি বাংলাদেশের অন্যতম সদস্য লেখক সাংবাদিক শওকত বাঙ্গালী ।