
রাউজানের নোয়াজিষপুরে ফাতেহায়ে ইয়াজদাহুম ও হযরত শাহ্সূফি আদল শাহ্ (রাঃ) এর বার্ষিক ওরশ উপলক্ষ্যে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর সোমবার বাদে মাগরিব নরশত বাদশার দিঘির উত্তর পার্শ্বে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন দলইনগর হযরত আবু বক্কর (রা:) শাহী জামে মসজিদের খতিব আল্লামা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী। প্রধান অতিথি ছিলেন পশ্চিম নোয়াজিষপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শফিউল বশর, উদ্বোধক ছিলেন হাটহাজারী নোমানীয়া মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা মোহাম্মদ ইসমাইল উদ্দিন আল্ কাদেরী, প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি আবুল ফজল শাহী জামে মসজিদের খতিব আল্লামা বাহার উদ্দিন কাদেরী।
ইফতেখার হোসেন সানির সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা ইমতিয়াজ, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ আবির, মোহাম্মদ সিহাব, মোহাম্মদ আকবর,মোহাম্মদ সোহান মনি,মোহাম্মদ মিহাত, মোজাম্মেল হোসেন, সাজ্জাদ,মোঃ দিহান,সোয়াইব, ইরফানসহ আরো অনেকেই।
মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।