
রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়(খাগড়াছড়ি) সংবাদদাতা : রামগড় পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে ভোটকেন্দ্রে নিয়জিত ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় ১ নভেম্বর (সোমবার) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো: আবদুল আজিজ এবং জেলা নির্বাচন অফিসার ও রামগড় পৌরসভা নির্বাচন ২০২১ এর রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে আরো উপস্থিত ছিলেন রামগড় পৌরসভা নির্বাচন-২০২১ এর দায়িত্বরত ভোট গ্রহণ কর্মকর্তা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথি বলেন, মতবিনিময় সভায় সুষ্ঠু ও সচ্ছ ভোটগ্রহণের স্বার্থে যা যা করার দরকার তা উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। কেউ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সেভাবেই নির্দেশ দেয়া আছে।