মঙ্গলবার-১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পুলিশের পাশাপাশি জনগণকে সচেতন থাকতে হবে-এবি এম ফজলে করিম চৌধুরী এমপি

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের জন্য যা করেছে তা কোন সরকার করেনি।

তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশের পাশাপাশি জনগণকে সচেতন থাকতে হবে। প্রতিটি জনগণ নিজেদের একজন পুলিশ মনে করে দেশের স্বার্থে ভুমিকা রাখতে হবে। শনিবার দুপুরে রাউজান থানা আয়োজিত উপজেলা একে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আফরুজুল হক টুটুল। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ইউএনও জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

রাউজান থানার উপপরিদর নাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী।

এসময় রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল,পুলিশ সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধাবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype