বৃহস্পতিবার-১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে, আজো তারা বিরোধিতা করে চলছে। বঙ্গবন্ধু তাদের মধ্যে বিশেষ কিছু ছাড়া বাকিদের সাধারণ ক্ষমা করেছেন। তাদের কেউ কেউ এসব সাম্প্রদায়িক ঘটনা ঘটাচ্ছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে ‘আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান’ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২১ আগস্ট গেনেড হামলা থেকে শুরু করে প্রতিটি সময় তারা (স্বাধীনতাবিরোধীরা) সুযোগ বুঝে এগুলো করে। ২০১৩-১৪ সালে অগ্নিসংযোগ, হামলা থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যা তারা করে নাই।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোছলেম উদ্দিন আহমদ এমপি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম,আওয়ামীলীগ নেতা মফিজুর রহমান সকল ধর্মের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ।

ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ইসলাম ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন আনন্দর কিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়েদ তাহের জাবিরী আল মাদানী, চন্দনপুরা দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো মহসিন ভুইয়া, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা, চট্টগ্রাম জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত , বৌদ্ধ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভুষন বড়ুয়া, খ্রীস্টান .ধর্মীয় নেতাদের মধ্যে পালক ক্রাইস্ট চার্চ রেভারেন্ড প্রমোষ চাম্বুগং, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক চৌধুরী ফরিদ , মোহাম্মদ আবুল মোমেন সিরাজী ।

আরো উপস্থিত ছিলেন নারী নেত্রী ববিতা বড়ুয়া, ইতিাহস ৭১ এর প্রকাশক ও সম্পাদক সাংবাদিক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা , প্রফেসর ড. দিপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, অধ্যক্ষ দিপক তালুকদার, ভিপি উত্তম কুমার বড়ুয়া সহ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype