
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ জিলিব আল্ সুয়েখ ১ নং শাখা কুয়েতের ব্যবস্থাপনায় পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র ৩৩তম ওরশ শরীফ নানা আয়োজনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য কুয়েতে গত শুক্রবার পালিত হয়েছে।আয়োজনের মধ্যে ছিল খতমে কুরআন,পথচারীদের মধ্যে খাবার বিতরন,ঈদে মিলাদুন্নবী (সা:) ও সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর জীবনী আলোচনা ও মিলাদ মাহফিল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করেন সংগঠনের সহ অর্থ-সম্পাদক হাফেজ আনিসুল ইসলাম ইমন,নাতে পরিবেশন করেন সহ- সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ফাহিম,শানে মাইজভান্ডারী গজল পরিবেশন করেন মোহাম্মদ পারভেজ।
সংগঠনের সভাপতি মৌলানা সোলাইমান এর সভাপতিত্বে ও সহ-সভাপতি এম নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে তসরিফ আনেন কুয়েতের রাজ পরিবারের বংশের আওলাদে রাসুল (সাঃ) শেখ সৈয়দ আবু মজিদ আল্ রেফায়ি (মঃজিঃআঃ)।উদ্বোধক ছিলেন উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম,প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মৌলানা হাফেজ ইকবাল হোসেন আল কাদেরী।
বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন,উপদেষ্টা মৌলানা জয়নাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন। মিলাদ কিয়াম পরিচালনা করেনঃ র্ধমীয় সম্পাদক মৌলানা নুরুল আজিজ মিজান। উপস্থিত ছিলেন র্অথ সম্পাদক হারুন রশীদ,আপ্যায়ন সম্পাদক বেলাল সিকদার, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদ, সহ সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ আশিক, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম। মিলাদ কিয়াম সেষে আখেরী মুনাজাত ও তাবারুক বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।