
২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুর সদর উপজেলার ১০টি ইউনয়নের নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ( ১৭ অক্টোবর) স্ব স্ব রিটানিং অফিসারদের কাছে পালংয়ে ৫ জন, তুলাসারে ৪জন, বিনোদপুরে ৩জন, চন্দ্রপুরে ৩জন, মাহমুদপুরে ৭জন ,আংগারিয়ায় ৭জন, চিতলিয়ায় ৪জন, রুদ্রকরে ৫ জন, ডোমসারে ৪জন ও শৌলপাড়া ইউনিয়নে ৫ জনসহ মোট ৪৪জন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন।
এর মধ্যে ১জন জাতীয় পার্টি, ৮ জন ইসলামী আন্দোলন ও ১০জন আওয়ামীলীগের প্রার্থী। আর বাকিরা আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে । এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ১০২ জন ও সাধারন সদস্য পদে ৩৬১ জন প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রিটানিং অফিসার গন এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১১ নভেম্বর এ সকল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পষিদের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিজান মোহাম্মদ খান দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসার সোহরাব হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করছেন।