
ঠাকুরগাঁও সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ২১নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ আকস্মিক পরিদর্শন করেন। ১৬ অক্টোবর (শনিবার) দপুরে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ২১নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদে পৌছালে তাকে অভ্যর্থনা জানান ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল। উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ইউনিয়ন পরিষদে কিছু সময় কাটান এবং ইউনিয়ন পরিষদের চলমান কার্যক্রমের খোজ খবর নেন।
ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে তিনি একটি বনজ গাছের চারা রোপন করেন। উল্লেখ্য যে, গত ১২ অক্টোবর (বুধবার) আবু তাহের মোঃ সামসুজ্জামান ঠাকুরগাঁও সদর উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন। এর আগে তিনি পঞ্চগড় জেলার অটোয়ারী উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।