
খাগড়াছড়ি রামগড়ে সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ উৎসবের মধ্যদিয়ে দশমী অর্চনা শেষে শারদীয় দূর্গামায়ের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দূর্গোৎসব সমাপ্ত হয়েছে ।
শুভ বিজয়া দশমীতে শুক্রবার পূজান্ডপে দেবী দুর্গার দশমী পূজা অনুষ্ঠিত হয়। মধ্যরাত পর্যন্ত মন্দিরগুলোতে ছিল নারী পুরুষের উপচেপড়া ভিড়। সনাতন ধর্মাবলম্বীদের পাশাাপাশি সকল সম্প্রদায় পরিবার-পরিজনদের নিয়ে মন্দির ঘুরে , পূজা মন্ডপে অস্থায়ী দোকান গুলোতে কেনাকাটায় চোখের পড়ার মতো উপরেপড়া ভিড় ছিল ।
গত ১১ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয় । বিশুদ্ধ পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোড়া চড়ে মর্তলোকে এসেছেন। এবং দেবী স্বর্গালোকে বিদায় নিয়েছেন দোলনায় গমন করে। দশমীর দিন শুক্রবার পূজা আরম্ভের পর পূজা সমার্পণ এবং দর্পণ বিসর্জন শেষে বিকাল সাড়ে ৩টায় মা দূর্গাকে সরিয়া তৈল , সিন্ধুর দিয়ে বিদায় জানায় ।
বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে ভক্তরাসহ হাজার হাজার নারী পুরুষ বিজয়া দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে শ্রী শ্রী দক্ষিনেশ্বরী কালীবাড়ী নাটমন্দির প্রাঙ্গনে ভক্তদের শান্তিরজল ও আরতী প্রতিযোগীতায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এসময় পুজা উৎযাপন পর্ষদের সভাপতি সার্বজনীন দূর্গোৎসব সকলের সহযোগীতায় সম্পন্ন হওয়ায় ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানান।