বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয় হলো হার্ভার্ড

বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয় এটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।। গত জুনের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো এই বিশ্ববিদ্যালয়ের মোট সম্পদের পরিমাণ ৩৪ শতাংশ বেড়ে ৫৩ দশমিক ২ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রাইভেট ও পাবলিক মার্কেটে বিনিয়োগের কারণে হার্ভার্ডের আয় বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলেছেন, এটি একটি অসাধারণ বছর।

এর আগের বছর, বৈশ্বিক করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে বাজার ব্যবস্থায় ধস নামে। ফলে ২০২০ সালের জুনে ৭ দশমিক ৩ শতাংশ মুনাফা করেছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
অপরদিকে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির আয় ৫৬ শতাংশ বেড়ে এ বছরের জুনে দাঁড়ায় ২৭ দশমিক ৪ বিলিয়ন ডলার। একই সময়ে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আয় ৫২ শতাংশ বেড়ে ৬ দশমিক ৯ বিলিয়ন ডলার হয়েছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ও হার্ভার্ড ম্যানেজমেন্ট কোম্পানির (এইচএমসি) প্রধান নির্বাহী এন পি নারভেকার গণমাধ্যমকে বলেন, ‌‌‘ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করলে, হার্ভার্ডের মুনাফা আরও অনেক বেশি হতো।’ তবে প্রতি বছর এ ধরনের আয় নাও হতে পারে বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype