বৃহস্পতিবার-১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

উরকিরচর জনতা সংঘের তিনদিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাউজানের উরকিরচর জনতা সংঘের উদ্যোগে তিনদিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) আগামী ৯,১০ ও ১১ রবিউল আউয়াল হতে উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন,খতমে গাউছিয়া,খতমে খাজেগান, জশনে জুলুস, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নাত ক্বেরাত প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, প্রবাসী সংবর্ধনা, আলোচনা সভা,মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ। তিনদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রখ্যাত বুজুর্গানে দ্বীন,ওলামায়ে কেরাম,ইসলামি চিন্তাবিদ, সাংবাদিক,বুদ্ধিজীবি, সরকারি প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।
তিনদিনের কর্মসূচিকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা গত ১ অক্টোবর শুক্রবার সংগঠনের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সুমনের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীন সাইফ এর সঞ্চালনায় জনতা ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ছগির আহমেদ,বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আইয়ুব, সাবেক সভাপতি মোহাম্মদ নুর নবী, ইউছুফ আলী, মহিউদ্দীন ইমন, আবু তাহের সওদাগর, হাবিবুল ইসলাম চৌধুরী,হাজী জহুরুল আলম।বক্তব্য রাখেন সহ সভাপতি মনছুর আলম, অর্থ সম্পাদক নেজাম উদ্দীন চৌধুরী করিম,সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীন আত্তারী,সাবেক প্রচার সম্পাদক এমরান আজম আত্তারী,প্রচার সম্পাদক লোকমান আনছারী,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ উদ্দিন বাবলু,ক্রীড়া সম্পাদক তারেক আজিজ,কার্যকরী সদস্য মোহাম্মদ শাহেদ,মোহাম্মদ আলী, মোহাম্মদ ফিরোজ,আব্দুর রহিম,এয়াকুব আলী, উরকিরচর জনকল্যান ছাত্র সংঘের সভাপতি শহিদুল আলম লাভলু, উরকিরচর মিতালি সংঘের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রাকিব প্রমূখ।
বক্তারা বলেন, মহান আল্লাহ তা’আলা হযরত মুহাম্মদ (সাঃ)-কে ‘রহমাতুল্লিল আলামীন’ তথা সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে প্রেরণ করেন। দুনিয়ায় তাঁর আগমন ঘটেছিল ‘সিরাজুম মূনিরা’ তথা আলোকোজ্জ্বল প্রদীপরূপে।সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) কে সফল করার লক্ষ্যে ব্যাপক আলোকপাত করা হয়
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype