
বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদ কর্তৃক অনুমোদিত বাগীশিক শাকপুরা ইউনিয়ন সংসদের তত্ত্বাবধানে পরিচালিত মধ্যম শাকপুরা নাথ পাড়া শ্রী শ্রী সত্যনারায়ন গীতা শিক্ষা স্কুলের পরিচালনা পর্ষদের শুভ অভিষেক উপলক্ষে অদ্য ২৪/৯/২০২১ শুক্রবার সকাল ১০ টায় পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যাংকার শ্রী মিন্টু দেবনাথ, আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সাবেক কর্মকর্তা শ্রী জগন্নাথ নাথ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রী রঘুনাথ নাথ, পবিত্র গীতা থেকে পাঠ করেন পার্থ সারথি গীতা শিক্ষা স্কুলের শিক্ষক শ্রী বিপ্রম শীল। পল্লী চিকিৎসক ডাঃ উত্তম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) বোয়ালখালী উপজেলা সংসদের সভাপতি, গীতানুরাগী শিক্ষক সত্যপ্রিয় শীল।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক শাকপুরা ইউনিয়ন সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী রনি চৌধুরী, মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম শাকপুরা ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউ পি সদস্য শ্রীমতি ভালবাসা দাশ। ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সংসদের নাথ কল্যান সমিতির সম্মানিত সভাপতি, ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক শ্রী বাদল কান্তি দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক শাকপুরা ইউনিয়ন সংসদের সম্মানিত সহ-সাধারণ সম্পাদক শ্রী মিন্টু দেবনাথ, অর্থ সম্পাদক শ্রী রিমন দে, শ্রী মীননাথ নাথ, শ্রীমতি নন্দিতা ভট্টাচার্য্য প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শ্রী খোকন দেবনাথ এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শ্রী অশোক দেবনাথ।
অনুষ্ঠানে বক্তারা বলেন যা হয়েছে তা ভালই হয়েছে। যা হচ্ছে তা ভালই হচ্ছে। যা হবে তা ও ভালই হবে। তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ। যা দিয়েছ এখানেই দিয়েছ। তোমার আজ যা আছে, কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে, পরিবর্তনই সংসারের নিয়ম।
পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। গীতা শিক্ষা স্কুলের শিক্ষার্থীদেরকে শ্রী জগন্নাথ নাথ মহোদয়ের পক্ষ থেকে ২৫ জন গীতা শিক্ষার্থীদের গীতা প্রদান করা হয়।
সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।।