শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র চলতি বছরের নভেম্বর থেকে টিকাপ্রাপ্তদের জন্য উন্মুক্ত হচ্ছে

যুক্তরাষ্ট্র চলতি বছরের নভেম্বর থেকে মার্কিন নাগরিক, সেখানকার বাসিন্দা এবং বিশেষ ভিসাধারী বিদেশিরা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন থেকে পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীরা প্রায় দেড় বছর পর যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন।

হোয়াইট হাউসের কোভিড-১৯ সমন্বয়ক জেফ জিয়েন্টস গতকাল সোমবার নতুন আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থার ঘোষণা দেন। তিনি বলেন, পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের জন্য উন্মুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের দুয়ার।

এছাড়াও হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, এ বছরের নভেম্বর থেকে পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবে। তবে করোনা পরীক্ষা এবং কন্টাক্ট ট্রেসিংয়ের মধ্য দিয়ে যেতে হবে তাদের।
প্রসঙ্গত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্চে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কখন এই নিষেধাজ্ঞা বদলাবেন, সে ব্যাপারে গুঞ্জন আগে থেকেই চলছিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype