
বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করায় পণ্য পাটজাত দ্রব্যে মোড়ক বাধ্যতামূলক ব্যবহার বিধিমালায় ২০১০ এর ধারা ১৪ মূলে খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার সময় পাটজাত অধিদপ্তরের পরিচালনায় অভিযান-দেশ পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার । এসময় উপজেলার রামগড় বাজারের শান্তা রাইস এজেন্সি কে ১৫ হাজার টাকা, সোনাইপুল বাজারের মোমিনের চাউল দোকানে ৯ হাজার ও রবিউলের চাল দোকান ৭ হাজার টাকা সহ মোট ৩১ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত।