
চট্টগ্রামের রাউজান উপজেলায় আমিরহাট হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম বাবর।চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যানের আদেশ ক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জাহেদুল হক স্বাক্ষরিতঃচশিবো/ক-শা/চট্র-উঃ(রাউ)/৪৮/২০০৪(অংশ-২)/৬৪১৭(৩)তারিখঃ১৩/০৯/২০২১ খ্রিঃ স্মারক মূলে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
বোর্ড কর্তৃক মনোনীত কমিটিতে সভাপতি হিসাবে এস এম বাবর,পদাধিকার বলে অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সদস্য সচিব,জেলা শিক্ষা অফিসার কতৃক মনোনীত কলেজের সহকারী অধ্যাপক(বাংলা)বিকিরন বড়ুয়া শিক্ষক প্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসারের মনোনীত অভিভাবক সদস্য হিসাবে মোহাম্মদ আলীকে অনুমোদন দেওয়া হয়।
এস এম বাবরকে সভাপতি মনোনীত করায় তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন আধুনিক রাউজানের রুপকার শিক্ষাবান্ধব সাংসদ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি ও রাউজান উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুলেরর প্রতি।