শুক্রবার-১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে মানিকছড়িতে সভা

– জাতীয় মৎস্য সপ্তাহ-২১ উদযাপন উপলক্ষে মানিকছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২১ উদযাপন কমিটির এক সভা বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। ২৫ আগস্ট সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ-২১ উদযাপন কমিটির সভাপতি তামান্না মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় জানানো হয়, আগামী ২৮ আগস্ট-৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ-২১ পালিত হবে।

এ লক্ষ্যে এই বছর উপজেলার চার ইউনিয়নে ২ টি করে ৮ টি প্রাতিষ্ঠানিক পুকুর বা জলাশয়, উপজেলা পরিষদের ৫ টি পুকুর,ডিসি পার্কের ৩ টি লেকে পর্যাপ্ত পরিমানে পোনা অবমুক্ত করা, মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ, সংবাদ সম্মেলন,ভিডিও প্রর্দশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস(অ.দা), প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ জাতীয় মৎস্য সপ্তাহ-২১ উদযাপন কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype