শুক্রবার-১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ঢাকায় করোনা শনাক্ত ব্যাটসম্যান ফিন অ্যালেনের

ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেটারের করোনা শনাক্ত হয়। বাংলাদেশ সফরে আসা নিউজিল্যান্ড দলের ব্যাটসম্যান ফিন অ্যালেনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকায় পা রাখার ৪৮ ঘণ্টা পর নমুনা পরীক্ষায় তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

এর আগে মঙ্গলবার দুপুরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে গত শুক্রবার ঢাকায় পৌঁছেন অ্যালেন ও আরেক ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম।

পরে করোনা টেস্টে নিউজিল্যান্ডের তরুণ ব্যাটসম্যান ফিন অ্যালন পজিটিভ হয়েছেন। তাকে থাকতে হবে আইসোলেশনে। এরপর নেগেটিভ প্রমাণ হলেই খেলার অনুমতি পাবেন।
টাইগারদের বিপক্ষে ১ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সিরিজের বাকি চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype