শনিবার-১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে মাছের পোনা অবমুক্তকরণ

রামগড় উপজেলায় ২০২০- ২১ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) এর আওতায় নির্বাচিত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ করা হয়েছে। মঙ্গলবার(২৩ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ লেকে পোনা অবমুক্তকরণ শেষে উক্তস্থানে উপজেলার বিভিন্ন জলাশয়ের মালিকদের মাঝে বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিনামূলে বিতরণ করা হয়। উপজেলা পরিষদ বাস্তবায়নে এসময় উপস্থিত থেকে পোনা অবমুক্তকরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী- উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, এলজিইডি রামগড় উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ। এতে আরো উপস্থিত ছিলেন মৎস্যজীবী, রাজনৈতিক, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এ প্রতিনিধিকে জানান, রামগড় উপজেলায় (এডিপি’র) সহযোগিতায় এবং উপজেলা পরিষদ বাস্তবায়নে উপজেলার ৩৫টি খাস ও মৎস্যজীবীদের জলাশয়ে ১শত কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিনামূলে বিতরণ করা হয়
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype