বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পবিত্র আশুরা উপলক্ষে মানিকছড়িতে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে মানিকছড়ি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর উদ্যোগে অনুষ্টিত হয়েছে আলোচনা ও দোয়া মাহফিল।
শুক্রবার বিকাল ৪টায় বাজার জামে মসজিদ এর দ্বিতলে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর ইউনিয়ন সভাপতি ডা. মো.আতিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টিত দোয়া মাহফিলে প্রধন মেহমান ছিলেন, ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ইউসিসিলি. সভাপতি মো. আকতার হোসেন ভূইঁয়া। বিশেষ মেহমান আহলে সুন্নাত ওয়াল জামাআত উপজেলা সাধারণ সম্পাদক মাও. আবদুল জলিল, যুগ্ন সাধারণ সম্পাদক মো. কাউছার হামিদ রুকন, সাংগঠনিক সম্পাদক মো. মঈনুল হক, মাও. উবায়দুল্লা, মাও. আবদুল্লাহ আল নূরী প্রমূখ।
বক্তারা বলেন, মহররম মাসের এ দিনটি খুবই শোকাবহ দিন। কেননা এ দিনে হযরত মুহাম্মদ( সাঃ) এর দৌহিত্র হযরত হোসাইন (রাঃ) শহীদ হয়েছিলেন। দিনে মহান রাব্বুল আমিন পৃথিবী সৃষ্টি করেছেন,আবার এই দিনেই পৃথিবী ধ্বংস করা হবে। এ দিনে পৃথিবীর প্রথম আদম(আ.)কে সৃষ্টি করা হয়েছে। আমরা এই দিনের গুরুত্ব অনুধাবণ করতে ব্যর্থ হয়েছি। তাই আসুন,আশুরার গুরুত্ব সর্ম্পকে জানি এবং জানাই। তাহলে পৃথিবীতে শান্তি ও পরকালে মুক্তি মিলবে। পরে আশুরায় সকল পয়গামম্বর ও মানবজাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype