প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৮:১১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২১, ৬:৩৭ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিজয়’৭১ এর শ্রদ্ধাঞ্জলি

মহান মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন বিজয়’৭১ এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অদ্য ১৫ আগস্ট সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয়’৭১ সাধারণ সম্পাদক মো: কুতুব উদ্দিনের সঞ্চালনায় ও বিজয়’৭১ সভাপতি সজল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় শোকাঞ্জলিপত্র পাঠ করেন বিজয়’৭১ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা: আর.কে রুবেল।
এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, ভানুরঞ্জন চক্রবর্ত্তী, সন্তোষ কুমার নন্দী, মৃণাল কান্তি দাশ, উত্তম কুমার দে, শেলী বড়য়া, রোপী দাশ, সজল দাশ, কামাল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মুক্তির মিছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হৃদয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন। বাঙালির জাতিসত্তায় গৌরবে ও বিশ্বাসে তিনি অনুপ্রেরণার কান্ডারি। আজ তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিজয়’৭১ তাঁর স্বপ্ন বাস্তবায়নে ও প্রধানমন্ত্রীর কর্মকান্ডে সহযাত্রী হিসেবে থাকার অঙ্গিকার করছে। বক্তারা বলেন, আগস্টের এই শোককে শক্তিতে পরিণত করে সকলকে একযোগে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জা
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.