প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৪:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৪, ২০২১, ৮:১৫ পূর্বাহ্ণ
রামগড়ে বিজিবি’র অভিযানে ট্রাকভর্তি বাঁশ জব্দ

রামগড়ে অবৈধ ভাবে পাচারের সময় অভিযান চালিয়ে ট্রাকভর্তি বিপুল পরিমান পাহাড়ী বাঁশ জব্দ করেছে বিজিবি'র রামগড় জোনের (৪৩ বিজিবি ব্যাটালিয়ন) এর জোয়ানরা। গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার কালাডেবা এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ মহামুনি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাহানুর ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় কালাডেবা এলাকা থেকে ঢাকা মেট্রো-১৫-২০৭৬ টাটা ট্রাক ভর্তি ২৭শ টি বাঁশ জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
বিজিবি জানায়, আটককৃত ট্রাক ও বাঁশের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩১ লক্ষ ৮ হাজার টাকা। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জব্দকৃত ট্রাক ও পাহাড়ী বাঁশ বনবিভাগে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রামগড় জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার এ প্রতিনিধিকে জানিয়ে চলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকায় অবৈধ ভাবে বাঁশ-কাঠ পাচার প্রতিরোধ, মাদক চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষাসহ অত্র এলাকায় শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে বিজিবি'র নজরদারি ও এরকম অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.