প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৫:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২১, ৫:০১ অপরাহ্ণ
চট্টগ্রাম দক্ষিণ জেলায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও চারা গাছ বিতরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। ৩ আগস্ট সোমবার সকালে ১২২ আন্দরকিল্লা জেলা আওয়ামীলীগের পার্টি অফিসে চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মুহাম্মদ আলমগীর তালুকদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লায়ন ছাবের আহমদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য আলহাজ্ব মাঈন উদ্দিন জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহসভাপতি জামশেদ মোঃ গউস রিকন, সন্তোষ কুমার নন্দী, লায়ন মোঃ জসিম উদ্দিন, মোঃ সেলিম, সিরাজুল ইসলাম হৃদয়, সুরজিত দত্ত সৈকত, ইঞ্জিনিয়ার মোঃ আবদুল মালেক, লোকমান হোসেন সুজন,ডাঃ নীলকান্ত দাশ বিশু, মোজাফফর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশাদ দাশ বাবু, মোঃ আবদুল মন্নান, এটিএম ছালেহ নুর মনি, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, মোহাম্মদ ইরফানুল ইসলাম ইওয়াজ, রোকসানা বেগম জুসি, মোঃ ফারুক, মোঃ জাবেদ হোসেন রিয়াদ, প্রচার সম্পাদক কাজী মোঃ শের আলী, সহ-প্রচার সম্পাদক মোঃ আলী জিন্নাহ, সাহিত্য সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ছৈয়দ, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, সদস্য মোঃ মোরশেদ আলম প্রমুখ। আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.