মহাসদ্ধর্ম গ্রাম আবুরখীল গৌতম বিহারের বিশিষ্ট উপাসক, সমাজ সেবক, প্রয়াত তিমির বরণ বড়ুয়ার পারলৌকিক সৎগতি কামনায় " বাৎসরিক অষ্টোপকরণ সহ মহতি সংঘদান, বুদ্ধ মুর্তি, ত্রিপিটক সমগ্র দানানুষ্টান ৩০/০৭/২০২১ ইংরেজি সুসম্পন্ন হয় । উক্ত মহতি দানানুষ্টানে সভাপতির আসন অলংকৃত করেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য ঊনত্রিশ তম সংঘনায়ক, চান্দগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বিহারের নব রুপকার, অগ্গমহাপন্ডিত অধ্যাপক বনশ্রী মহাথের । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির উর্দ্ধতন সহ- সভাপতি, মহামুনি মহাবিহারের অধ্যক্ষ, ধর্মসেনাপতি, অভয়ানন্দ মহাথের, প্রধান জ্ঞাতির আসন অলংকৃত করেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উধ্বত্তন সহ- সভাপতি, রাউজান জ্ঞানানন্দ বিহারের অধ্যক্ষ, সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের ।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি সাংঘিক ব্যক্তিত্ব, ভদন্ত দেবানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থ সচিব, ধর্মদূত সোভিতানন্দ মহাথের, মহাসভার কার্যকরী কমিটির সম্মানিত ধর্মীয় সম্পাদক, বিদর্শন সাধক অরুনানন্দ মহাথের, মহাসভার সম্মানিত সাংগঠনিক সম্পাদক, ভদন্ত পরমানন্দ মহাথের ও কাঝরদিঘীর পাড় জেতবন বিহারের অধ্যক্ষ, ভদন্ত সচ্চিতানন্দ মহাথের ।
এহেন মহাপূন্যানুষ্টানে প্রধান সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্নমহাসচিব, অগ্রসার মহাকমপ্লেক্স এর পরিচালক ভদন্ত সুমিত্তানন্দ থের , সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে বাংলাদেশ বুড্ডিস্ট মং সোসাইটির সভাপতি, ভদন্ত ধর্মপ্রিয় থের, উত্তর গুজরা বিবেকারাম বিহারের অধ্যক্ষ পূর্ণানন্দ থের, রাউজান অভয়- জ্যোতিঃ বিহারের অধ্যক্ষ, দীপঙ্কর থের, চান্দগাঁও আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক, বিদর্শনাচার্য আর্যশ্রী থের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার, আইন বিষয়ক সম্পাদক ভদন্ত সংঘানন্দ থের, বৈদ্যপাড়া ধনঞ্জয় বিহারের পরিচালক, বিদর্শনাচার্য এস সাসনবংশ থের।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, রাউজান মহাপরিনির্বাণ বিহারের অধ্যক্ষ, দেবমিত্র থের। বৈদ্যপাড়া পূর্ণচন্দ্র বিহারের অধ্যক্ষ, ভদন্ত অনুরুদ্ধ থের, ছাদাংগারখীল পূরৃবারাম বিহারের অধ্যক্ষ, দেববংশ থের, চট্টগ্রাম নবপন্ডিত বিহারের আবাসিক, শিক্ষক সুনন্দ প্রিয় থেরআর্যশ্রী সহ পন্ডিত প্রবর ভিক্ষুসংঘ সহ অর্ধশতাধিকপূজ্যস্পদ ভিক্ষু সংঘ । , পঞ্চশীল প্রার্থনা করেন- প্রবীন ঊপাসক বাবূ সন্তোষ বড়ুয়া, পরিবারের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ছোটন বড়ুয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যজন রুপায়ন বড়ুয়া কাজল, শিক্ষক সনদ কুমার বড়ুয়া, শিক্ষক হিরাধন বড়ুয়া. বাবু পূতুল বড়ুয়া, সাংবাদিক জুয়েল বড়ুয়া. সাংবাদিক রতন বড়ুয়া কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াতের সন্তান সংগঠক ছোটন বড়ুয়া ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.