অনলাইন ডেস্ক
[caption id="attachment_9117" align="alignnone" width="778"] ছবিটি হাটহাজারী থেকে তোলা [/caption]
চট্টগ্রামের আকাশে কালো মেঘ ও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, চট্টগ্রামে মঙ্গলবার রাত থেকেই তুমুল বৃষ্টিপাত হচ্ছে । প্রচন্ড বাতাসের পাশাপাশি এতে করে পাহাড় ধসের শঙ্কা সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার ভারী বৃষ্টির আশঙ্কায় একটি সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সর্তকবার্তায় আরও বলা হচ্ছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার সকাল সাড়ে ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.