অনলাইন ডেস্ক
দেশে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গত ২৪ ঘণ্টায় ৭৫ জন । এসব রোগীদের ৭৪ জনই রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪০৩ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৯৮ জন এবং অন্যান্য বিভাগে মোট ৫ জন রোগী ভর্তি রয়েছেন। এ বছর মোট এক হাজার ২৮২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৭৭ জন।
পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭১ জন এবং ১৯ জুলাই পর্যন্ত এক হাজার ২৮১ জন রোগী হাসাপাতালে ভর্তি হন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.