অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে থামছেই না প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। এই ভাইরাসের প্রকোপে মহামারীতে মোট প্রাণহানি ৪০ লাখ ৬৫ হাজার ছাঁড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস।
বেশ কিছুদিন নিম্নমুখী থাকার পর মঙ্গলবার ফের মৃত্যু ও সংক্রমণ বাড়লো আমেরিকায়। দেশটিতে এদিন ২৮৩ জনের মৃত্যু লিপিবদ্ধ হয়েছে। আর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে সাড়ে ২৬ হাজারের বেশি।
কিন্তু দৈনিক মৃত্যুর হিসাবে এখনো শীর্ষে ব্রাজিল। দেশটিতে মঙ্গলবার ১৬শ’র বেশি মানুষ মারা গেছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষের শরীরে। তালিকায় পরের অবস্থানেই আছে ইন্দোনেশিয়া। ৮৬৪ জনের মৃত্যু দেখল দেশটি। আর নতুনভাবে ৪৮ হাজারের মতো মানুষের দেহে মিলেছে ভাইরাসটির অস্তিত্ব।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছে ৭৮০ জন। সাড়ে ছয়শ’র মতো মানুষ মৃত্যুবরণ করেছে ভারত ও দক্ষিণ আফ্রিকায়। বিশ্বব্যাপী মোট ১৮ কোটি ৮৫ লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.