প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২০, ২:৪৪ পূর্বাহ্ণ
ড. প্রনব কুমার বড়ুয়া, একুশে পদক প্রাপ্ত । আবুরখীলের রত্ন ।

লেখক , বরন বড়ুয়া বাবু
প্রণব কুমার বড়ুয়া একজন বাংলাদেশি অধ্যাপক ও শিক্ষাবিদ। শিক্ষায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে
#একুশে পদক প্রদান করে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন
প্রণব কুমার বড়ুয়া ১৯৩৪ সালের ২৩ আগস্ট চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার
#আবুরখীল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্য ও পালিতে এমএ ডিগ্রি অর্জন করেন। প্রথম শ্রেণীতে পেশাগত বিএড ডিগ্রি লাভ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ধর্মীয় শিক্ষা যেমন পালি সূত্র, আদ্ধ্য, বিনয় আদ্ধ্য, অভিধর্ম আদ্ধ্যর ওপর ডিগ্রি অর্জন করেন।
শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ৩৫ বছরের শিক্ষকতা জীবনে তিনি
#ঢাকা_বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগে খন্ডকালীন
#অধ্যাপক হিসেবেও শিক্ষকতা করেছেন।
#কানুনগোপাড়া কলেজ,
#রাঙ্গুনিয়া কলেজ,
#অগ্রসর বালিকা মহাবিদ্যালয় এবং
#কুণ্ডেশ্বরী কলেজের
#অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে সহকারী প্রধান শিক্ষক, উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রামে শিক্ষা বিস্তারে বিশেষ করে নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছেন।
বেশ কিছু গ্রন্থ লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল:
#গৌতম বুদ্ধের জীবন ও বাণী
#শতবর্ষের বৌদ্ধ সাহিত্যিকদের অবদান ও সমাজজীবন
১. থাই রাজা কর্তৃক রাজগৌরব সম্মাননা
২. মহাত্মা গান্ধী জাতীয় পুরস্কার
৩. মাদার তেরেসা পুরস্কার
৪. বৌদ্ধ রত্ন উপাধি
৫. ড. আহমেদ কর প্রজ্ঞাদীপ পুরস্কার
৬. অল সিলং বুড্ডিস্ট সম্মাননা
৭. ধর্মাদিপতি ও প্রজ্ঞাচর্চা সম্মাননা, ভারত
তথ্যসূত্র
"Milan, 20 others named for Ekushey Padak"। Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯।
"Bangladesh Awami League"।
www.albd.org। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৯।
"একুশে পদক পেলেন চট্টগ্রামের তিনজন"। dainikazadi। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৯।
"একুশে পদক পেলেন চট্টগ্রামের ৩ বিশিষ্টজন"।
banglanews24.com। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৯।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.