[caption id="attachment_8232" align="alignnone" width="833"] কলম্বিয়াকে ২-১ এ হারিয়ে শেষষোলতে উঠলো ব্রাজিল[/caption]
আন্তর্জাতিক ক্রিড়া ডেস্ক : ইউরো কাপ ২০২০ এ বুধবার রাতে ‘গ্রুপ অব বি’-এর শেষ ম্যাচে ব্রাজিল ২-১ গোলে কলম্বিয়াকে পরাজিত করে শেষ ষোলতে জায়গা করে নিল।
ইউরো কাপ ২০২০ এ বুধবার রাতে ‘গ্রুপ অব বি’-এর শেষ ম্যাচে কলম্বিয়া-ব্রাজিলের খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে কলম্বিয়ার ১৪ নম্বর পরিহিত জার্সি গায়ে দেওয়া ডায়াজ দর্শনীয় এক ব্যাক ভলির মাধ্যমে গোলদিয়ে কলম্বিয়াকে এগিয়ে দেয়।
গোল হজম করারপর ব্রাজিলের মুহূর মুহূর আক্রমণের পরও প্রথম অর্ধে গোল আদায় করতে পারেনি। ১-০ গোলে এগিয়ে থেকেই খেলার মধ্য বিরতিতে যায় কলম্বিয়া।
বিরতির পর ব্রাজিল তাদের আক্রমণের পরিধী আরো বাড়িয়েদেয়। তার পরও কলম্বিয়ার ডিফেন্স ভাঙ্গতে পারেনি ব্রাজিল।
খেলার ৭০ মিনিটে ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার
কলম্বিয়ার গোলকিপারকে কাটিয়েও বল কলম্বিয়ার জালে প্রবেশ করাতে পারেনি। নেইমারের নেওয়া সেই দূর্বল সট গোল পোস্টে লেগে ফেরত আসে এবং কলম্বিয়ার ডিফেন্সের এক খেলোয়াড় তা ক্লিয়ার করেন।
খেলার ৭৮ মিনিটে ব্রাজিলের পরিকল্পিত আক্রমণে মাঝমাঠের খেলোয়াড় ফারিনহোর দূর্দান্ত হেডে কলম্বিয়ার জালে বল পাঠিয়ে খেলায় ১-১ গোলে সমতা আনে।
এ সময় উভয় দলের খেলোয়াড়রা পেশি শক্তি দিয়ে একে অপরকে পরাস্ত করতে থাকলে রেফারি উভয় দলের খেলোয়াড়দের একাধিক হলুদ কার্ড এবং ব্রাজিলের কোচ তিতেকে লাল কার্ড দেখান।
খেলার একদম অন্তিম মহূর্তে কলম্বিয়ার জালে শেষ পেরেক ঠুকে দেন ব্রাজিলের ডিফেন্সের খেলোয়া ক্যাসিমোরো অসাধারণ এক হেডে ব্রাজিল ২-১ গোলে এগিয়ে যায়।
এসময় কলম্বিয়ার গোলকিপার ও খেলোয়াড়রা গোলের প্রতিবাদে প্রায় ৭ মিনিট খেলা বন্ধরেখে রেফারির সাথে তর্কে জড়িয়ে পরে। পরে আবার খেলা শুরু হলেও ব্রাজিল ও কলম্বিয়ার কোনো খেলোয়াড় আর কোনো গোল করতে পারেনি।
ব্রাজিল ২-১ গোলে জিতে ইউরো কাপ ২০২০ এর শেষ ষোলোতে জায়গা করে নিল।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.