নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী শ্রমিক-কর্মচারীদে ন্যার্য দাবি-দাওয়া সংস্থার সামর্থ অনুযায়ী পর্যায়ক্রমে বিবেচনার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। রোববার ২১ জুন, ২০২১ রাতে চসিকের অস্থায়ী শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের একটি প্রতিনিধি মেয়রের সঙ্গে তাঁর বাসভবেন সৌজন্য সাক্ষাতে গেলে মেয়র এই আশ্বাস দেন।
মেয়র বলেন, বর্তমান সরকার শ্রমিক-কর্মচারী বান্ধব। এবং শ্রমিক-কর্মচারীদের দাবি-দাওয়ার প্রতি সহানুভূতিশীল। সংস্থার সামর্থ অনুযায়ী পর্যায়ক্রমে ন্যার্য দাবি-দাওয়া বিবেচনা করা হবে। এরআগে মেয়র চসিকের অস্থায়ী শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের প্রতিনিধি দলের বক্তব্য ধৈর্য্য সহকারে শুনেন।
সেসময় পরিষদের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ, সরকার ষোঘিত অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং চাকুরী পদায়ন ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি-দাওয়া মেয়র কাছে তুলে ধরেন।
একই সঙ্গে সিটি মেয়রের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- মো. শহীদুল কবির, কাজী মোহাম্মদ নাজিম উদ্দিন, খোকন বনিক, মুজিবুর রহমান, জাকির হোসেন, মো. ফজলুল হক, তসলিম উদ্দিন, মিজান মিনহাজ, আবদুল মাবুদ, মো. নাসির, মো. ফারুক, হোসেন আওরঙ্গজেব শিবলু, মো. আকবর আলী আকাশ, রুবেল কুমার শীল, মো. ইকবাল, আবুল কাশেম, মহিউদ্দিন, মো. এখলাস মিয়া, যীশু কুমার নাথ, শাহাঙ্গীর আলম, বুলবুল চৌধুরী, আনোয়ার হোসেন, মো. মিজানুর রহমান, মো. সেলিম, আবু তাহের, ওসমান গণি, কুতুব উদ্দিন, মো. কামরুল হাসান, আনন্দ পাল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.