[caption id="attachment_8144" align="alignnone" width="844"]
চলতি বছরই হতে পারে ৪৪তম বিসিএসের বিজ্ঞাপন[/caption]
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) ৪৪তম বিসিএসের (সাধারণ) বিজ্ঞাপন চলতি বছরই প্রকাশ করতে যাচ্ছে।
আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এই বিজ্ঞাপন প্রকাশ করা হতে পারে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিপিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিপিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেছেন, প্রতি বছর একটি করে বিসিএস দেওয়ার টার্গেটে নিয়ে আমরা কাজ করছি। এবারও সেই টার্গেট আছে।
এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছে। তাদের শূন্য পদে চাহিদা পেলে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ৪৪তম বিসিএসের বিজ্ঞাপন দেওয়া সম্ভব হবে।
জানা গেছে, করোনার কারণে চাকরিপ্রার্থীদের অনেকের চাকরিতে আবেদনের বয়স চলে যাচ্ছে। এটি বিবেচনা করে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। এই বিসিএসে বয়সেও শিথিলতা আনা হতে পারে।
বিপিএসসি সূত্র জানায়, এখন ৪৩তম বিসিএসের আবেদন জমা নেওয়ার কাজ চলছে। গত ৩০ নভেম্বর বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগের জন্য ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
গত ৩০ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে তা কয়েক দফা বাড়িয়ে আবেদনের তারিখ আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।
এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা। অপরদিকে ডাক্তারদের জন্য ৪২তম বিশেষ বিসিএসের ভাইভা পরীক্ষা চলছে।
এ ছাড়া সাধারণ বিসিএস ৪১তম প্রিলিমিনারি পরীক্ষা গত ১৯ মার্চ অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় বিভিন্ন ক্যাডারের ২ হাজার ১ 'শ ৩৫ পদের
বিপরীতে প্রায় পৌনে ৫ লাখ চাকরিপ্রত্যাশী পরীক্ষায় অংশ নেন। শিগগিরই এ পরীক্ষার ফল প্রকাশ করবে পিএসসি।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.